এম.নাছির উদ্দিনঃ কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা বি এন পির কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।কলাপাড়া উপজেলা যুবদলের উদ্যোগে ও মেডিকেল রিপ্রেঞ্জেটিভ এসোসিয়েশনের সহযোগিতায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে রোগী দেখা, ব্যবস্থাপত্র প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ ও পরীক্ষাসহ বিভিন্ন সেবা দেয়া হয়।অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রশান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। যুবদলের আহ’বায়ক হারুন অর রশিদ বলেন “যুবদল সবসময়ই মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই আয়োজনের মাধ্যমে আমরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছি।”যুগ্ন আহবায়ক মামুন সিকদার বলেন
এই কর্মসূচি সাধারণ জনগণের সেবায় যুবদলের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে মানুষের কল্যাণে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হবে। এ ধরনের উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বেশি স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান চুন্নু, যুগ্ন আহবায়ক মোঃ জুয়েল শিকদার, মামুন সিকদার, পৌর যুবদলের আহ’বায়ক মো.কামরুজ্জামান কাজল তালুকদার সহ উপজেলা বিএনপি অনান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।