এম. নাছির উদ্দীন, কলাপড়াঃ পটুয়াখালীর কলাপড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মস্তফাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন হোসেন শরীফ (৭৫) বেল্লাল শরীফ (৫০), তার ছেলে রুবেল শরীফ (২৫), এবং স্ত্রী হাওয়া বিবি (৪৫)। বর্তমানে তারা কলাপড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।ঘটনার বিবরণ: ভিকটিম বেল্লাল শরীফ জানান, শনিবার সকালে আনুমানিক ৯টার দিকে তার বাড়ির তালগাছ কাটছিল প্রতিপক্ষ গনি শরীফ ও তার ছেলে আলামিন এবং শাহীন শরীফ। বেল্লাল তাদের বাধা দিতে গেলে প্রতিপক্ষ অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। হামলাকারীরা দা, কাচি, ও লোহার রড দিয়ে বেল্লালের শরীরে বিভিন্ন আঘাত করে।বেল্লালের ডাক চিৎকার শুনে তার বাবা হোসেন শরীফ এবং ছেলে রুবেল তাকে রক্ষা করতে এগিয়ে এলে প্রতিপক্ষ তাদেরও কুপিয়ে আহত করে। বেল্লালের স্ত্রী হাওয়া বিবি জানান, তার ছেলে রবিউলকেও শাহীন শরীফ গলা পেঁচিয়ে ধরে এবং গনি শরীফ এলোপাতাড়ি পেটাতে থাকে। যখন তিনি এর প্রতিবাদ করেন, তখন তাকে মারধর করা হয় এবং তার নাকের, কানের গয়না ও হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। হাওয়া বিবি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে শাসিয়ে বলে যায়, “আজকে প্রাণে বেঁচে গেছো, কাবু পেলে মেরে ফেলব এবং আমাদের নামে মিথ্যা মামলা মোকাদ্দমা দিয়ে ক্ষতি করার হুমকি দেয়।বর্তমান রিস্থিতি:
আহত বেল্লাল শরীফ, তার স্ত্রী হাওয়া বিবি, এবং ছেলে রুবেল বর্তমানে গুরুতর অবস্থায় কলাপড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তারা শারীরিকভাবে বিপদমুক্ত হলেও মানসিকভাবে ভীত হয়ে আছেন।
আইনি ব্যবস্থা: এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেল্লাল শরীফের পরিবার। স্থানীয়ভাবে এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং গনি শরিফ তার ছেলে আলামিন ও শাহীন শরীফের এই সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অভিযোগের ভিত্তিতে আইনের মাধ্যমে দোষীদের বিচার গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন।