এম. নাছির উদ্দীনঃ পটুয়াখালীর কলাপাড়ায় তারেক রহমানের নির্দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে এক বিশেষ পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় উপজেলা বিএনপি অফিসের সামনে এই পথসভাটি আয়োজন করা হয়। পথসভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাকিবুল ইসলাম রাকিব সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশেষ অতিথি হিসেবে ছিলেনঃ মনজুরুল আলম রিয়াদ সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, শাকির আহম্মেদ সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মাসুদ রানা যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আব্দুল জলিল আমিনুল সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, রিয়াজ আনোয়ার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সংসদ, সাইদুর রহমান সাঈদ সহ সাধারণ সম্পাদক,রিয়াজ হোসেন সহ-সাধারণ সম্পাদক, আনিসুর রহমান সহ-সাধারণ সম্পাদক, মওদুদ হোসাইন মইন সমাজ সেবা সম্পাদক, ফিরোজ আলম, সাবেক গণশিক্ষা সম্পাদক,
সভা পরিচালনা করেন জাকারিয়া আহমেদ সদস্য সচিব পটুয়াখালী জেলা ছাত্রদল এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর ও উপজেলা বি এন পির অংগ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেনঃ মোঃ মেহেদী হাসান শামিম চৌধুরী আহবায়ক পটুয়াখালী জেলা ছাত্রদল
সভায় জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সামাজিক পরিবর্তন আনতে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে সাম্য ও মানবিক মূল্যবোধের সঠিক চর্চা হবে। সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সংগঠনের কর্মীদের এসব সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত জনসাধারণের অভিমত
এই ধরনের পথসভা সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। সাম্য ও মানবিক মূল্যবোধের প্রচারে এ ধরনের উদ্যোগকে সফল করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও সকল অংগ সংগঠননের নেতৃবৃন্দ প্রতিজ্ঞাবদ্ধ বলে পথসভায় জানানো হয়।