নাহিদুল ইসলাম নাঈম চরফ্যাশন প্রতিনিধিঃ
চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের নায়েবের পুল এলাকায় বসবাসের বাড়ির সামনে পথ অবরুদ্ধ করে জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আলামিন (২৫ )নামে এক যুবক আহত হয়েছে। গত বুধবার চরফ্যাশন নায়েবের পুল মেইন সড়কে এই হামলার ঘটনা ঘটে। এলাকার সূত্রে জানা যায়, মোঃ কামাল হাওলাদার ও শাহীনারা বেগম দীর্ঘ ২৮ বছর যাবৎ এই জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছে ।
প্রতিপক্ষ রুহুল আমিন ও জসিম সিরাজ সহ ১০/১২ একটি গ্রুপ ২২ অক্টোবর বেলা আনুমানিক ৫ঃ৩০ মিনিটে সময় অতর্কিতভাবে হঠাৎ দেশীয় অস্ত্র শস্ত্র ও লাঠি সোটা নিয়ে শাহীনারা বেগমের ঘরের সামনের বেড়া ভেঙ্গে চুরমার করে ফেলে। এই সময় শাহীনারা বেগমের লোকজন বাধা দিলে যুবলীগ নেতা রুহুল আমিনের আঘাতে আলামিন নামের এক যুবক আহত হয়। রুহুল আমিনের দাবি তাহাদেরকে সরকার গুচ্ছগ্রাম করে এই জমি বরাদ্দ দিয়েছেন তাই তারা সেই জমিতে ঘর নির্মাণ করতে চায়। সরজমিনে গিয়ে দেখা যায় যে দীর্ঘ 28 বছর যাবত শাহীনারা বসবাস করে এবং বর্তমানে দখলে আছে। স্থানীয়রা বলেন, শাহীনারা এই জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন শুধু শুধু রুহুল আমিন গ্রুপের লোকজন জোর জুলুম করে এই জমি দখল করতে চায় । রুহুল আমিন, জসিম, সিরাজ এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের সাথে পেশি শক্তিতে পেরে উঠতে পারে না।
জোর জুলুমকারে উক্ত জমিতে দোকান ঘর নির্মাণ করতে উঠে পড়ে লেগেছে। যেকোনো সময় আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই শাহিনারা পরিবার জীবনে নিরাপত্তা হীনতায় আছে। আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন। এই ঘটনায় মূল হোতা মোহাম্মদ জসিম আশ্রয়ন প্রকল্প এর নেতা বলে জানা যায়। বিষয়টি ব্যাপারে অভিযুক্ত জসিম ও রুহুল আমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি।