নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৩ অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দানা মোকাবিলায় বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসাইন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশালসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। জরুরি সভায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দানা মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করা হয়।