চয়ন হালদার,আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ার দাস পট্টি জনতা নুতন হাট মানুষ মানুষের জন্য সংগঠনে বসে গ্রাম গঞ্জের চাষীদের সাথে মত বিনিময় এবং টোটাল সুফলা গ্রোথ উচ্চ ফলনশীল অনু খাদ্য কৃষক বাঁচলে বাঁচবে দেশ হবে সোনার বাংলাদেশ স্লোগান সামনে রেখেই পান বরজ ও মৎস্যজীবী কৃষক এদের সাথে খোলামেলা আলাপ করেন বরিশালের প্রধান মোঃ মনির সরদার উপস্থিত ছিলেন রত্নপুর ও গৈলা ইউনিয়ন ডিলার মোঃ নেছার উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন ডিলার নুরুজ্জামান হাওলাদার মাইনুদ্দিন হাওলাদার আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল মৃধা মানুষ মানুষের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা আলামিন ইসলাম লিখন মৃধা নয়ন হোসেন এছাড়াও চাষীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোক্তার আলী মৃধা আলাম কালাম বিপুল বেপারী সালাম রফিকুল লোকমান সহ অনেকেই চাষীদের মাঝে মডান ফিস ফিড বিতরণ করেন এবং চাষীদেরকে আশ্বস্ত করেন আমাদের এ পাতা কুড়ি প্রডাক্টস লিমিডেট এর একটি প্রতিষ্ঠান পল্লী এগ্রো প্রকল্প মাছ চাষ করে স্বাবলম্বী হবেন এবং পল্লী এগ্রো প্রডাক্ট সমূহু চায়না সুফালায় তৈরি মাছ চাষের প্রধান উৎপাদন হচ্ছে মাছের খাদ্য বাজারে মাছের খাদ্য কিনতে পাওয়া যায় কিন্তু বাজারের খাবারের অধিকাংশই প্রোটিন ঠিক থাকে না আর যদি প্রোটিন সঠিক মাত্রা না থাকে তাহলে মাছের বৃদ্ধ আশা নিরুপায় পাওয়া যায় তাই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন সর্বদিক তুলে ধরে চাষীদের সাথে ২২/১০/২০২৪ ইং তারিখে বৈকাল ৫ ঘটিকার সময় পান বরস ও মৎস্য চাষীদের সাথে খোলামেলা আলাপ কালে চাষিরা সঠিক পদ্ধতিতে যাতে করে চাষ করে লাভবান হতে পারে সে দিক তুলে ধরে তাদের প্রচারণা ছিল এর সময় তাদের প্রোডাকের কিছু সুফলা গ্রোথ চাষীদের মাঝে ফ্রি বিতরণ করেন