চয়ন হালদার, আগৈলঝাড়া প্রতিনিধিঃ মঙ্গলবার সন্ধ্যায় গৈলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল গৈলা বাজার থেকে রথখোলা বাসস্ট্যান্ড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার গৈলা বাজারে গিয়ে শেষ হয়।পরে গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত হোসেন খান মনুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সালমান হাসান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব সেলিম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল ও উপজেলা বিএনপি নেতা আবুল কালাম মোল্লা, যুবদল নেতা এমদাদুল হক জুয়েল।
এসময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি শাসক পলায়নের পর তাদের কোনো পদত্যাগপত্র শেখ মুজিবের কাছে ছিল না। সুতারাং শেখ হাসিনার পলায়নের পর তারও পদত্যাগের প্রয়োজন নেই। তারা আরো বলেন, রাষ্ট্রপতি সাহাববুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। সাংবিধানিক রীতিকে উপেক্ষা করে দেশ ও জাতিকে সংকটের মধ্যে ফেলে দেয়ার চেষ্টা করছেন। তিনি শেখ হাসিনাকে রক্ষার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তার দ্রুত পদত্যাগ দাবি করছেন।