• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী কমার্শিয়াাল ফোরাম এর কেন্দ্রীয় সেক্রেটারী গৌরনদীর রিয়াদ -সময়ের পরিবর্তন বরিশালে এম ই পি গ্রুপে’র কারখানায় হামলায় ও ভাঙচুরের ঘটনায় ৯জনের কারাদণ্ড -সময়ের পরিবর্তন অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন রাখা যৌক্তিক নয় -শ্রমিক সমাবেশে তারেক রহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন এর নাতি আব্দুল্লাহ’র ইন্তেকাল -সময়ের পরিবর্তন সৎ নেতৃত্বে সুন্দর দেশ -সময়ের পরিবর্তন বরিশালে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন -সময়ের পরিবর্তন  আমি মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থান করেছি সেখানে পার্ক করা হয়েছে -সরোয়ার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন -সময়ের পরিবর্তন  গৌরনদীতে প্রবাসী সেলিম মোল্লার বাড়িতে দফায় দফায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট -সময়ের পরিবর্তন  আমিন জুয়েলার্স এর ২য় শো-রুমের শুভ উদ্বোধন করলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার -সময়ের পরিবর্তন 

ভোলায় মনপুরাকে রক্ষায় ১ হাজার ১৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন -সময়ের পরিবর্তন 

Reporter Name / ১০৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ভোলা প্রতিনিধিঃ জেলার অন্যতম পর্যটন দ্বীপ মনপুরা । নদী ভাঙ্গনের কারনে এ দ্বীপে কমে যাচ্ছে নানা জাতের ফসলের উৎপাদন, গৃহহীন হয়ে পড়ছেন হাজার হাজার মানুষ। এ অবস্থায় মনপুরাকে রক্ষায় ১ হাজার ১৫কোটি টাকার বিশেষ প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। সংশ্লিষ্ট তথ্যমতে,হাজার বছরের পুরোনো দ্বীপ মনপুরা। এক সময়ে সুন্দরবন অঞ্চলের অন্তর্ভূক্ত এ দ্বীপটি শুরু থেকেই প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি হিসেবে সুপরিচিত ছিলো। ছিলো উর্বর জমির শস্য ভান্ডার। যে কারনে চারিদিক থেকে মানুষ এসে এখানে বসতি গড়ে তোলে। শিকার হয় মগ, উলন্দাজ আর পর্তুগীজ জলদস্যুদের অত্যাচারের। পাশা-পাশি প্রকৃতির সঙ্গে লড়াই করেই চলে তাদের জীবন-জীবিকা।

শুরু থেকেই ঝড় ঝঞ্জা জ্বলোচ্ছাস এ অঞ্চলের মানুষদের নিত্য সঙ্গী। সত্তরের সাইক্লোন ভোলা, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ঐতিহাসিক চিত্রকর্ম “মনপুরা” এবং হালের বাংলা চলচ্চিত্র ” মনপুরা” দ্বীপটিকে এনে দেয় দেশজোড়া খ্যাতি। ফলে এখানে ঢল নামে অসংখ্য পর্যটকের । কিন্তু প্রাকৃতিক দুূর্যোগ বিশেষ করে নদী ভাঙ্গনের কারনে প্রতি বছরই রাস্তা-ঘাট ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে পড়েন তারা। খ্যাতনামা এ দ্বীপটিতে ভাঙ্গনের প্রবণতা এতোই বেশী যে, ভাঙ্গতে ভাঙ্গতে দ্বীপটির তিন ভাগের একভাগই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়ছে মনপুরাবাসী। এমন বাস্তবতায় দ্বীপটিকে রক্ষা এবং পর্যটকদের আকর্ষণ বাড়াতে পানি উন্নয়ন বোর্ড বিশেষ প্রকল্প গ্রহণ করায় আশবাদী হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। এলাকার হাজিরহাট মৎস্যঘাটের মাছ ব্যবসায়ী আমির হাওলাদার বলেন,বাঁধ নির্মাণ হলে মনপুরার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। অপর বাসিন্দা ঈমাম হোসেন বলেন,প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে মনপুরাবাসী নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখবে।

পানি উন্নয়ন বোর্ডের দেয়া এক সমীক্ষানুযায়ী ১৯৭৩ সালে মনপুরার আয়তন ছিলো ১ শত ৫১ বর্গকিলোমিটার। বর্তমানে আছে ৯৯ বর্গকিলোমিটার। তবে এব্যাপারে ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান জানিয়েছেন,গৃহীত প্রকল্পটি বাস্তবায়িত হলে দ্বীপ মনপুরার নদী ভাঙ্গন বন্ধ হবে,দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে সাড়া জাগাবে এ জনপদ। পর্যটনের অপার সম্ভাবনাকে সমৃদ্ধ করতেই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ চালানো হচ্ছে । প্রকল্পের ১৯ টি প্যাকেজের দু’টির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। বাকীগুলোর কাজও প্রক্রিয়াধীন আছে।
চলমান এ প্রকল্প নিয়ে কথা হয় ভোলা পাউবো ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী আসফাক উদদৌলা জানান,আগামী জুন ২০২৬ সালের মধ্যে উক্ত প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে। তিনি বলেন,বাঁধ নির্মাণ কাজ সুন্দর ও সঠিকভাবে সম্পন্ন হলে দ্বীপভূমি মনপুরার দৃশ্যপট পাল্টে যাবে। রক্ষা পাবে মাঠ,ঘাট,ফসলী জমি। প্রতিরোধ হবে নদী ভাঙ্গন। এখানকার মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হয়ে দ্বীপ মনপুরা হবে পর্যটকদের জন্য এক প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি।


এ ক্যাটাগরির আরও খবর

পুরাতন খবর