• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী কমার্শিয়াাল ফোরাম এর কেন্দ্রীয় সেক্রেটারী গৌরনদীর রিয়াদ -সময়ের পরিবর্তন বরিশালে এম ই পি গ্রুপে’র কারখানায় হামলায় ও ভাঙচুরের ঘটনায় ৯জনের কারাদণ্ড -সময়ের পরিবর্তন অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন রাখা যৌক্তিক নয় -শ্রমিক সমাবেশে তারেক রহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন এর নাতি আব্দুল্লাহ’র ইন্তেকাল -সময়ের পরিবর্তন সৎ নেতৃত্বে সুন্দর দেশ -সময়ের পরিবর্তন বরিশালে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন -সময়ের পরিবর্তন  আমি মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থান করেছি সেখানে পার্ক করা হয়েছে -সরোয়ার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন -সময়ের পরিবর্তন  গৌরনদীতে প্রবাসী সেলিম মোল্লার বাড়িতে দফায় দফায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট -সময়ের পরিবর্তন  আমিন জুয়েলার্স এর ২য় শো-রুমের শুভ উদ্বোধন করলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার -সময়ের পরিবর্তন 

দৌলতখানে দ্বীর্ঘদিনেও চালু হয়নি আধুনিক কাঁচা বাজার -সময়ের পরিবর্তন

Reporter Name / ১১৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ইমরান আহমেদ, দৌলতখানাঃ ভোলার দৌলতখান পৌরসভায় নির্মাণের দীর্ঘদিন হয়ে গেল তাও চালু হয়নি আধুনিক কাঁচা বাজার এবং চিকেন মার্কেট।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন এই মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে জটিলতার কারণে মার্কেটটি চালু করা সম্ভব হয়নি দৌলতখান পৌরসভায় বিশেষ সূত্রে জানা যায় যে ব্যবসায়ীদের নির্ধারিত দোকান না থাকায় কাঁচা বাজার ও মাছ ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বিক্রি করতে করছেন এতে বিপাকে পড়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। ২০১৯ সালের ১৯ মে দৌলতখানে চিকেন মার্কেট নির্মাণের জন্য পৌরসভার পক্ষ থেকে কার্যাদেশ দেয়া হয়। ২০২০ সালের ২০ নভেম্বর মার্কেটটির নির্মাণের কাজ শেষ করেন ঠিকাদার প্রতিষ্ঠান। দ্বিতীয়তলা এই মার্কেটটি নির্মাণ করতে ব্যয় হয় ৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা। আড়াই হাজার বর্গফুট জায়গার উপর নির্মিত এই মার্কেট, মার্কেটের নিচতলায় রয়েছে মাছ তরকারি দোকান।
দ্বিতীয় তলায় রয়েছে মুরগি ও রকমারি দোকানের ব্যবস্থা।
দৌলতখান বাজারে মাছ ব্যবসায়ী- আক্তার জানান, নির্ধারিত দোকান না থাকায় খোলা আকাশের নিচে তারা মাছ বিক্রি করছেন। সবজি ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, সবজি বিক্রি করার মতো কোনো স্থান নেই তাদের তাই তারা খোলা আকাশের নিচে সবজি বিক্রি করেন,রোদ বৃষ্টির অনেক সংকটে পড়তে হয় তাদের।
জায়গার অভাবে তারা বেশি মালামাল রাখতে পারেনা।
মুরগি ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন হয়ে গেল ব্যবসায়ীদের মাঝে দোকান দিচ্ছেন না পৌর কর্তৃপক্ষ।
এ কারনে ব্যবসায়ীরা রাস্তার পাশে হাঁস -মুরগি বিক্রি করছে। দৌলতখান মধ্য বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বলেন দ্বীর্ঘদিন ধরে মাছ ও সবজির বাজার স্থানান্তর হচ্ছে না। তাই দোকান বরাদ্দ না পেয়ে ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বিক্রি করা শুরু করছে। এতে ক্রেতা-বিক্রেতার অনেক কষ্ট হচ্ছে।
দৌলতখান পৌরসভার প্রশাসক ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরী বলেন, মার্কেট কেনো চালু হয়নি এ বিষয়ে খোজ খবর নিয়ে দেখেছি।


এ ক্যাটাগরির আরও খবর

পুরাতন খবর