গফরগাঁও প্রতিনিধিঃ আজ ২১-১০ ২০২৪ ইং সকাল ১১ ঘটিকার সময় গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর বিভাগীয় প্রেসিডেন্ট বেলাল আহমেদ সরকার ও বিভাগীয় সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ গফরগাঁও উপজেলা মানবাধিকার প্রতিনিধিদের সাথে গফরগাঁওয়ের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও মত বিনিময় অনুষ্ঠিত হয় এ সময় নির্বাহী অফিসার বলেন গফরগাঁয়ের আইন শৃঙ্খলায় সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন অত্যন্ত সততা দক্ষতা ও আদর্শ তার সাথে কাজ করে যাচ্ছেন তিনি আরো বলেন, গফরগাঁও পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে বৈদ্যুতিক এলইডি বাল্ব নির্মাণ, বর্জ ময়লা আবর্জনা পরিষ্কার, গফরগাঁও সরকারি হাসপাতালের ঝুঁকিপূর্ণ ময়লা আবর্জনা পরিষ্কার ও বিভিন্ন কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীদের নির্দেশনা দেন পাশাপাশি রুগীরা যাতে সঠিক সেবা পাই সেই ব্যাপারে কর্তব্যরত ডাক্তারদের পরামর্শ দেন এবং হাসপাতলের কক্ষ প্রবেশ করে রোগীদের খোঁজখবর নেন তিনি আরো বলেন গফরগাঁও উপজেলায় বেশ কিছু জায়গায় রাস্তাঘাট খুবই বেহাল দশা ওইসব এলাকায় ছেলেমেয়েরা স্কুলে যেতে ও সাধারণ জনগণ চলাফেরায় অসুবিধা হচ্ছে তাই ওইসব এলাকার রাস্তা গুলি দ্রুত মেরামত করা হবে বলে তিনি আমাদেরকে আশ্বাস দেন ওনার এই সকল দিকনির্দেশনা মূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যন এইড ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে মহাসচিব সেহলী পারভীনকে আন্তরিকে ধন্যবাদ জানায় এইসময় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মানবাধিকার কর্মী আলম, মনজুরুল হক, লিটন, সারোয়ার সাংবাদিক, মাহমুদ সাংবাদিক, সহ অন্য অন্য মিডিয়া সাংবাদিকবৃন্দ ও মানবাধিকার কর্মী বৃন্দ।