লালমোহন উপজেলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা জেলার লর্ডহার্ডিজ ইউনিয়ন এর ছাএ দলের সভাপতি মিনহাজ উদ্দিন রাফসান কে একই এলাকায় রামরাজত্ব কায়েম কারী আওয়ামী লীগের নেতা শাখায়েত মাঝি,ফারুক মাঝি,রবিন, করিম মাঝি, নুরমোহাম্মদ যুবলীগ নেতারা রাজনৈতিক প্রতি হিংসা বিদ্বেষ করে বেরিধাদের উপর একা পেয়ে দেশীয় অস্ত্র লাঠিসোটা দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে মুত্যু ভেবে বেরিবাদের উপর পালিয়ে যায়, এলাকায় মানুষ উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করতে আনলে ডাক্তার রা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেপাট করেন, এদিকে ঘটনা দুই দিন হলেও পুলিশ কাউকে গ্রাফতার করতে পারিনি, ছাএ দলের সভাপতি মিনহাজ উদ্দিন রাফ সান কে আহত করার প্রতি বাদে গতকাল সোমবার লর্ডহার্ডিজ ইউনিয়ন সারাদিন বিক্ষোভ মিছিল ও প্রতি বাদ মিছিল করেন , এদিকে অন্য একটা গ্রুপ ঘটনা টি রাজনৈতিক ভাবে দামাচাপা দেয়ার জন্য উটে পরে লেগেছে, লালমোহন থানায় মামলা করার প্রস্তুতি চলছে।।