নিজস্ব প্রতিবেদকঃ আজ ২১ অক্টোবর সোমবার সকাল ৯ টায় সরকারি জিলা স্কুল মাঠে ৫১ তম উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক সরকারি জিলা স্কুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চল মাহবুবা হোসেন। এছাড়াও বিভিন্ন অতিথি বৃন্দরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।