নিজস্ব প্রতিবেদকঃ আজ রবিবার ২০ অক্টোবর-২০২৪ রাত আনুমানিক ২টায় চরফ্যাশন কাশেমগঞ্জ এলাকার আব্দুস শহীদ বেপারী বাবা হলেন। স্ত্রী জন্ম দিয়েছে পুত্র সন্তানের। বাবা হল শহিদ বেপারি।পরদিন আত্নীয় স্বজনরা বাড়িতে আসবে’ খুশিতে সবাই আনন্দ করবে। কিন্তু সেই আনন্দ যে বিষাদের হবে কেউ কল্পনা করেনি। এসব দৃস্টান্ত,সবকিছু আল্লাহর লীলা খেলা। জন্মের পর হয়তো ছেলেকে ক্ষণিকের জন্য দেখতে পেলেও আজীবনের জন্য বাবার স্নেহ মায়া- মমতা আর ভালবাসা থেকে বঞ্চিত হল প্রিয় সন্তান।
কি হ্নদয় বিদারক ঘটনা রেখে গেল একজন বাবা। জন্মের আধা ঘন্টা পরেই বাবা নেই।
সন্তান জন্মের পর রাত আনুমানিক ২:৩০মি: সময় খুশিতে বাবা আবদুস শহীদ বেপারীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। দ্রুত তাকে চরফ্যাশন হাসপাতালে নেয়া হল। ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে দেখলো সে আর পৃথিবিতে বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।হতভাগ্যের নামাজে জানাজা আজ বেলা ১১ ঘটিকায় উক্ত এলাকা আব্দুল হামিদ পেদাবাড়ি জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে।