নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বাবুগঞ্জ কেদারপুর ইউনিয়নে বসতভিটা দখলের জেরে কিশোর জুবায়ের ও তার বাবা ইসাহাককে মারধরের অভিযোগ পাওয়া গেছে আবু বক্কর এবং তার ছেলে রেদোয়ানসহ তার স্ত্রী রুমা বেগমের বিরুদ্ধে। বুধবার বিকাল ৩:০০ টায় নিজ বাড়িতে মারধরের ঘটনাটি ঘটে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বসতভিটা নিয়ে পারিবারিক কোলাহল চলে আসছে। বুধবার নিজেদের মধ্যে সালিসি মিমাংসার কথা চলাকালীন হঠাৎ রাগান্বিত হয়ে আবু বক্কর হোসেন, রেদোয়ান হোসেন, রুমা বেগম লাঠিসোঁটা নিয়ে ইসহাককে মারধর করেন। এমসয় ছেলে জুবায়ের ছাড়াতে এগিয়ে আসলে দেশীয় অস্ত্র দিয়ে জুবায়েরকে রক্তাক্ত করে জখম করেন তারা। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
তদন্ত কর্মকর্তা বাবুগঞ্জ থানার এসআই আনোয়ার জানান, আহতদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিবাদীদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করতেছি কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। তারা সম্ভবত ভয়ে পলাতক অবস্থায় আছে। সম্পুর্ন তদন্ত শেষে আইন নুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।