• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ -মজিবর রহমান সরোয়ার  বরিশালে ই‌লি‌শের প্রধান প্রজনন মৌসু‌মে মা ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান উপল‌ক্ষ্যে নৌ র‌্যা‌লি উদ্বোধন  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “শক্তি” -সময়ের পরিবর্তন তারেক রহমানের হাত ধরেই আগামীর বাংলাদেশ সম্প্রীতি রক্ষার এক অনন্য নজির স্থাপিত হবে -সরোয়ার  আমরা সবাই একে-অপরের পাশে থেকে  দুর্গোৎসব পালন করবো -মজিবর রহমান সরোয়ার বরিশালে মজিবর রহমান সরোয়ারের নামে ফেক আইডি থেকে মিথ্যা অপপ্রচার, প্রতিবাদের ঝড়  শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত -সময়ের পরিবর্তন  বরিশালে হিসাব কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে চলছে চক্রান্ত -সময়ের পরিবর্তন  ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত -সময়ের পরিবর্তন  ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় লেখক-পাঠকদের সমন্বয়ে বিশেষ সভা অনুষ্ঠিত -সময়ের পরিবর্তন 

Reporter Name
প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ  পিরোজপুরের মঠবাড়িয়া শেরেবাংলা সাধারণ পাঠাগারে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় পাঠাগারের সদস্য, লেখক এবং পাঠকদের নিয়ে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগার পরিচালনা কমিটির সহ-সভাপতি এ কে এম মহসিন উদ্দীন মনির। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক নন্দ দুলাল রায়, শিক্ষক নেতা শাওন মৃধা, মঠবাড়িয়া রেড ক্রিসেন্টের টিম সমন্বয়ক রাসেল রায়হান, রেড ক্রিসেন্টের সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবী তরুণ আব্দুল্লাহ আল অভি, ইমদাদ হোসেন, পরিবেশ সচেতন কর্মী সোহেল আহমেদ সুজন ও সৌরভ অধিকারী সহ প্রমূখ। সভায় বক্তারা পাঠাগারের ভূমিকা, স্থানীয় সংস্কৃতি ও সাহিত্য উন্নয়ন, এবং তরুণদের বইপাঠের অভ্যাস গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। পরিবেশ সচেতনতা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবী কাজের প্রসার ঘটানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা উঠে আসে। উপস্থিত লেখকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নতুন লেখকদের অনুপ্রাণিত করেন সাহিত্যচর্চা ও পাঠাভ্যাস বজায় রাখার বিষয়ে। পাঠাগারের সহ-সভাপতি মহসিন উদ্দিন তার বক্তব্যে বলেন, মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার সবসময় জ্ঞানের প্রসার, সমাজ উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে বইয়ের সাথে যুক্ত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই বিশেষ সভার মাধ্যমে পাঠাগার একটি সৃজনশীল ও উদ্যমী সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।

এছাড়া সভায় শেরে বাংলা সাধারণ পাঠাগারের উন্নয়ন এবং পাঠাগারের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সক্রিয় ভূমিকা এবং পাঠাগারের সেবার পরিসর বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থানীয় পর্যায়ে বইমেলা আয়োজন, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন এবং সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলোতে পাঠাগারের ভূমিকা নিয়ে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভাটি পরিচালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কবি মেহেদী হাসান, যিনি তার বক্তব্যে পাঠাগারের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পাঠাগারকে আরও কার্যকরী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।


এ ক্যাটাগরির আরও খবর

পুরাতন খবর