স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিছু একটি সুযোগ সন্ধানী কুচক্রী মহল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাংবাদিকদেরও মিথ্যা মামলায় ঢুকিয়ে দিচ্ছেন এবং বিভিন্নভাবে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মামলা দিচ্ছে একের পর এক। দখল করে নিচ্ছে অনেকের দোকানপাট ব্যবসা-বাণিজ্য। অনুসন্ধানে জানা যায় দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি শাহী সরোয়ার ডালিমকে দুইটি মিথ্যা মামলায় জড়ানো হয়। ওই দুইটি মামলার ব্যাপারে শাহী সরোয়ার ডালিম কিছুই জানেনা, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিতে একটি মহল সু-কৌশলে তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে বিবিএসপি বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অবিলম্বে ডালিমসহ পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং হয়রানি বন্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে সাংবাদিক ইউনিয়নসহ অনেক সাংবাদিক সংগঠন। স্মারকলিপিতে বলা হয়েছে, দেশে রাজনৈতিক পট- পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে ভিত্তিহীন অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে। এতে স্বার্থান্বেষী মহলের হীনস্বার্থ চরিতার্থ করতে সুকৌশলে পেশাদার সাংবাদিকদের নামও আসামির তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
একই ধারাবাহিকতায় ভোলার দৌলতখান থানায় কয়েকটি মামলা হয় এরমধ্যে দুটি মামলার তালিকায় শাহীসরোয়ার ডালিম সহ কয়েকজন সাংবাদিকের নাম ডুকিয়ে দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, এসব মামলার কোনোটিতেই কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। এসব ক্ষেত্রে সাংবাদিকদের মামলায় আসামি করার বিষয়টি অনেক বাদী নিজেও জানেন না এবং আসামিদেরও চেনেন না। তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করতেই কেবল এসমস্ত মামলায় জড়ানো হচ্ছে। এ ধরনের অপকর্মে জড়িত সুযোগসন্ধানী মহলকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ ।