নিজস্ব প্রতিবেদকঃ বানারীপাড়ায় ভূমি কর্মকর্তার উপর হামলাকারী ভূমিদস্যু ও আ’লীগ ক্যাডার ডিস মোজাম্মেলকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। ১৮ অক্টোবর শুক্রবার দুপুর দুই’টার সময় উপজেলার রাজ্জাকপুরের খালাসী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেক্ষ্য যে,গত ১৪ অক্টোবর সকালে বানারীপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবু বিমল চন্দ্র’র কাছে শ্মশানের জমি বাগান বাড়ি দেখিয়ে দাখিলা কাটতে আসলে শ্মশানের জমি হওয়ায তিনি দাখিলা কাটতে অপারগতার কথা জানালে মোজাম্মেল তার সাথে থাকা লোকজন নিয়ে ওই ভূমির কর্মকর্তার ওপর হামলা করে ও খুন-জখমের ভয় ভীতি দেখায়।১৫ অক্টোবর ওই ভুমি কর্মকর্তা বিমল চন্দ্র বাদী হয়ে মোজাম্মেলকে নামধারী ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। ভুমি দস্যু ও আওয়ামীলীগ ক্যাডার মোজাম্মেলের বিরুদ্ধে ভূমিদস্যুতা,নারী কেলেঙ্কারী সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে দায়িত্বরত বানারীপাড়া থানার ওসি(তদন্ত)মোঃ মমিনুল ইসলাম জানান,সরকারি কাজে বাধা ও হামলা মামলার আসামি মোজাম্মেলকে ওইদিন বিকেলে বরিশাল কোড হাজতে পাঠানো হয়েছে।