নিজস্ব প্রতিবেদকঃ লালমোহন রিপোটার্স ইউনিটির অস্থায়ী কার্যালয় গতকাল রাতে তালা মেরে দখলে নিতে চায় লালমোহন বাজারের বহুদলীয় রাজনৈতিক দলের প্রধান উপদেষ্টা ফারুক পাটোয়ারী।বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাটোয়ারী বাড়ির ৩/৪ জন ছাড়া সবাই সাবেক সংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এর আস্থাভাজন ও ঘনিষ্ঠ হয়ে দিব্যি ব্যবসা বাণিজ্য করেছেন। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই পাটোয়ারীরা ও তাদের বাড়ি এখন আরেকটি প্রধান রাজনৈতিক দলের চালিকাশক্তি হয়ে গেছে।
লালমোহনে ঘর দখল চাঁদাবাজী এই পাটোয়ারীরা ছাড়া কেউ করার সাহস পায়নি, তারাই সকল অপকর্মের মূলহোতা স্হানীয় সাংবাদিক গন নাজেহাল করে ফায়দা লুটতে মরিয়া হয়ে গেছে স্হানীয় হাইব্রিড আওয়ামী লীগ নেতা ফারুক পাটারি ওতার ছেলে, অভিযোগ রয়েছে ফারুক পাটারির হাতে রয়েছে ঘোটা লালমোহন উপজেলা ক্ষুদ্র ব্যাবয়ীগন জিম্মি তা-ই ফারুক পাটারি ও ছেলের বিরুদ্ধে কোন ব্যাবস্হা নিতে পারেনা আওয়ামী লীগ নেতা হ’য়ে ও ফারুক পাটারি স্হানীয় সাংবাদিক কার্যালয় রাতের আদারে তালা দিয়ে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি ষড়যন্ত্র করে আসছে,