নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধোর উপরে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। ১৫ অক্টোবর মঙ্গলবার বেলা আনুমানিক ১২ টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামে দারোগা বাড়ির ব্রিজের পশ্চিম পাশে ভুক্তভোগী বৃদ্ধ আমীর হোসেন খানের রোপিত সুপারি গাছের সুপারি নিয়ে যায়। পথিমধ্যে অভিযুক্ত সেলিম,রিপন,এরশাদ,কাঞ্চন,হানিফ সহ বেশ কয়েকজন লাঠিসোঁটা ও বাংলা অস্রহাতে সুপারির ব্যাগ ছিনিয়ে নিয়ে ভুক্তভোগী আমীর হোসেনের উপর এলোপাতাড়ি মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে ডাক চিৎকার শুনে ভুক্তভোগীর ভাই শহিদ খান ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী আমীর হোসেন খানকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করেন। ভুক্তভোগীর ভাই শহিদ খান বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিন উদ্দিন বলেন, অভিযোগ অনুযায়ী তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের আইনঅনুক ব্যবস্থা নেওয়া হবে।