নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৫ অক্টোবর দুপুর ১ টায় জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলার আয়োজনে জিলা স্কুল মাঠে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ বেলায়েত হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, উপ-পুলিশ কমিশনার এর প্রতিনিধি, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ রবিউল হাসান ভূঁইয়াসহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ। সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা কাবাড়ি, দাবা ও সাঁতার খেলায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরণ করেন।