নিজস্ব প্রতিবেদকঃ হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি এই স্লোগান নিয়ে আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদফতর, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল এ কে এম আক্তারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদফতর বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলামসহ দৃষ্টি প্রতিবন্ধীরা। অতিথিরা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।