সময়ের পরিবর্তন ডেস্কঃ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের কাশেম মিয়ার বাজার লঞ্চঘাট এলাকায় চলছে অবাধে মা- ইলিশ শিকার।লালমোহন উপজেলার ৭ নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ মা ইলিশ রক্ষার জন্য মৎস কর্মকর্তার নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দরা প্রতিরোধ গড়ে তোলে।সন্দেহজনক একটি টলারকে ধাওয়া করলে, উক্ত টলারটি লালমোহন উপজেলার সীমানা অতিক্রম করে, চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন এর কাশেম মিয়ার বাজার লঞ্চ ঘাটে অবতরন করে তখন রাত প্রায় আড়াইটা।৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি সহ সকল নেতাকর্মীরা নৌকাটির কাছে অবস্থান নেয় এবং নৌকার লোকজন পালিয়ে যায়। ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা নৌকাটি তল্লাশি করলে এক বস্তা কারেন্ট জাল ও প্রায় ৫০-৬০ কেজি মা ইলিশ উদ্ধার করে।উদ্ধারের পরেই, স্থানীয় যুবদল নেতা(ওয়ার্ড সভাপতি) মোঃ আলম তার নিজের মাছ বলে দাবি করে, তিনি বলে এ মাছ আমি শিকার করেছি মৎস কর্মকর্তা ও প্রশাসনের সাথে যোগাযোগ করে তখন তার সাথে বাক- বিতন্ড হলে সে তার যুবদলের ইউনিয়ন সভাপতি মোঃ সুমনকে ডেকে আনে। যুবদল নেতা সুমনের একই বক্তব্য এই যে, এই মাছ আমরা শিকার করতেছি মৎস কর্মকর্তা ও প্রশাসনের সাথে যোগাযোগ রেখে এবং স্থানীয় জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দের সাথে যোগোযোগ করেই মা ইলিশ শিকার করতেছি এবং করব।আপনার কে এবং ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপর ক্ষিপ্ত হয়।