নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের কৃষক মো. মনির হাওলাদারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ অক্টোবর ) বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে নেভীক্যাম্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে।ঘটনার বিবরণ অনুযায়ী, ভিক্টিম মনির হাওলাদারবএর উপর সুজন, বাদশা, খলিল গাজী এবং হালিমা মিলে আক্রমণ চালায়। মনির হাং নীলগঞ্জে নৌবাহিনীর ক্যাম্প এলাকায় নৌবাহিনীর জমি লীজ নিয়ে সেখানে চাষাবাদ করে বিভিন্ন ফসল ফলাতেন। সুজন ও তার মা হালিমা তাদের গরু,ছাগল দিয়ে প্রতিনিয়ত মনিরের উৎপাদিত ফসলের তর্ছুপ করে ব্যপক ক্ষতিসাধন করে আসছে তাদেরকে নিষেধ করা স্বত্তেও তারা কোন কথা না শুনে জোড়পুর্বক উৎপাদিত ফসল নষ্ট করে অবর্ননীয় ক্ষতিসাধন করে আসছে বলে মনিরের অভিযোগ। ঘটনার দিন বিকালে সুজনের গরু ফসলের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। মনির তাদেরকে এ বিষয় জানাইলে তারা মনিরের উপর ক্ষিপ্ত হয়ে উঠে মনির এর প্রতিবাদ করলে সুজন, হালিমা বাদশা, খলিল গাজী মিলে বাশের লাঠি ও লোহার রড দিয়ে মনিরকে আঘাত করে গুরুতর আহত করেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।