কে এম শামছুদ্দোহাঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জমজম হসপিটাল আয়োজিত রাজাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমজম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সংবাদ সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজসেবক রাজাপুরের কৃতি সন্তান অধ্যক্ষ আলহাজ্ব ড. মোঃ এমরানুল হক বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে সব নাগরিক নিজ নিজ ধর্ম আনন্দের সঙ্গে পালন করবে। এটা নাগরিক অধিকার। প্রশাসনের পাশাপাশি আপনাদের উৎসব সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে জামায়াতে ইসলামী সহ দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলেম-ওলামাদের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। ‘পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা মেনে নেওয়া হবে না। আমরা চাই, সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব। আপনারা যেকোনো প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন।জমজম হাসপাতাল সর্বোচ্চটুকু সেবা নিয়ে সব সময় আপনাদের পাশে থাকবে। আলহাজ্ব ড. মোঃ এমরানুল হক গত ১১অক্টোবর দিনভর রাজাপুর-কাঠালিয়ায় বিভিন্ন ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন ও হিন্দু ধর্মালম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় কালে আরো বলেন, ‘শুধু উৎসবের সময় নয়, বরং আপনাদের সুখ-দুঃখসহ যেকোনো পরিস্থিতিতে আপনারা আমাকে ডাকলে, আমি ছুটে আসব -ইনশাআল্লাহ। কেননা জন্মস্থান হিসেবে রাজাপুর-কাঁঠালিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সাথে আমাকেও কাজ করতে হবে।বাকিটা আপনাদের আন্তরিক সহযোগিতা এবং আল্লাহর ইচ্ছা। মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় কালে বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।