কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বসত ঘরে ঢুকে দুর্বৃত্তের হামলার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকাল সারে তিন্টার দিকে পৌরসভার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।হামলার শিকার নাছির উদ্দীন বলেন, আমি বাজারে ছিলাম বাড়িতে এসে ঘরের ভিতর ডাকাডাকি শব্দ শুনতে পাই অত:পর আমি আমার ঘরের ভিতর প্রবেশ করলে আমাকে উদ্দেশ্যে সত্তার ফকির নামের এক ব্যক্তি আমাকে উদ্দেশ্যে করে অকাথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আমি তাকে শান্ত হতে এবং তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণ জানতে চাইলে এতে তিনি আরও উত্তেজিত হয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় তার সাথে আরও আট দশ জন দুর্বৃত্ত ঘরে ও ঘরের আশে পাশে তাকে দাড়ানো ছিল। ঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রথমে তারা গালিগালাজ করে পরে আমাকে মারধর করে আমার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল দুইটি বাটন ফোন এবং স্বর্নের আংটিসহ ও ঘরের আলমারি ভেংগে আট বরি স্বর্নালংকার ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। যাবার সময় এ-ই বলে শাসাইয়া এই ঘটনা কারো কাছে প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দেয় এবং তিন দিনের মধ্যে পাচ লক্ষ টাকা দিবি না হলে তোকে জানে শেষ করে ফেলব। সে সময় আমার অসুস্থ মা ও মেয়ে ঘরে ছিল তারা রক্ষা করতে এলে তাদেরকেও গালিগালাজ ও মারার হুমকি দেয়।পরবর্তীতে আমাদের ডাকাডাকির শব্দ শুনে আমার পরিবারের ও আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।