বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজন প্রীতির অভিযোগ পাওয়া গেছে। এ স্বজন প্রীতির অভিযোগে ইতিমধ্যে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবরে ভুক্তভোগী সদর উপজেলা ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল হক হাওলাদার লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে সিরাজুল হক উল্লেখ করেন, বিগত সংসদ নির্বাচনের মুহূর্তে তার নামে বিভিন্ন ষড়যন্ত্র মূলক ও মিথ্যা অপপ্রচার চালিয়ে বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তখন যে কারন দেখিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সে ওই ঘটনার সাথে আদৌ জড়িত নয়। সিরাজুল হক হাওলাদার চেয়ারম্যান থাকায় জনপ্রতিনিধি হিসেবে আ’লীগের নেতাকর্মী সহ সর্বদলীয় লোকজনের ইউনিয়ন পরিষদে যাতায়াত ছিল। তাদেরকে নাগরিক সুবিধা পেতে সিরাজুল হকের শরণাপন্ন হতে হয়েছে ।
সিরাজুল হক বিএনপি’র বাহিরে অন্য কোন দলের সাথে কখনো আপোষ করেনি বলেও অভিযোগে উল্লেখ করেন। বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড.কাজী এনায়েত হোসেন বাচ্চুর ভাই চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাজী ফিরোজ আলম এর বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করে বলেন আ’লীগ সরকারের আমলে চন্দ্রমোহন ইউনিয়নের বর্তমান বিএনপি সভাপতি মোঃ কাজী ফিরোজ আলম সরাসরি আওয়ামী লীগের মিটিং, মিছিলে যোগদান করেছে। তার ছবি প্রকাশ থাকা স্বত্ত্বেও তাকে স্বজন প্রীতি দেখিয়ে বহিষ্কার করা হয়নি। দলের শীর্ষনেতাদের কাছে এই স্বেচ্ছাচাড়িতার বিচার চান বৈষম্যের শিকার সিরাজুল হক । তাছাড়া তিনি লিখিত অভিযোগে অবিলম্বে বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু ও ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাজী ফিরোজ আলম এর বহিষ্কারের দাবী জানান।