চরফ্যাশন প্রতিনিধিঃ দোয়া মোনাজাত ও কবর জিয়ারতের মধ্য দিয়ে চরফ্যাশনে উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক হত্যার ১০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত স্মরণ সভায় উপজেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে দলীয় নেতা কর্মীরা শহীদ আব্দুর রাজ্জাক হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের উলেখ্যযোগ্য সড়ক পদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
বাদ মাগরি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় ছাত্রদল নেতা আলী মুর্তজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সাবেক মেয়র আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, এডভোকেট সিদ্দিক, সাবেক ছাত্রদল নেতা রিয়াজ সিকদার প্রমুখ।
দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আছলামী। বিক্ষোভ ও স্মরণ সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ওই সময় উপস্থিত ছিলেন।