কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২৫ সেপ্টেম্বর) বুধবার বিকাল ৩ টায় জামায়াতের কলাপাড়া উপজেলা দক্ষিণ জোনের উদ্যোগে কুয়াকাটা পর্যটন ইয়ূথ ইন চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহম্মদ শাহ আলম, নায়েবে আমির অধ্যক্ষ আব্দুস সালাম খান, অ্যাড. নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম সাইফুল্লাহ, কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইউম।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার আমাদের প্রকাশ্যে কোনো ধরনের মিছিল-মিটিং করতে দেয়নি। এখন ভয়ের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ। আমরা ভয়কে জয় করেছি। আমরা একমাত্র আল্লাহকে ছাড়া আর কোন দখলদারকে ভয় করি না। আমরা এই প্রথমবারের মতো কুয়াকাটায় প্রকাশ্যে কর্মী সম্মেলন করতে পেরেছি। তিনি আরো বলেন, ২০২৪ সালের ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছে তার মূল ছিলো “মেধা না কোটা” উপস্থিত সকল নেতাকর্মীরা তখন মেধা মেধা বলে স্লোগান দেয়। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য লুট করে নিয়েছেন জমি দখল করেছেন এমন কোন নিকৃষ্ট কাজ নেই যা তারা করেনি আওয়ামী স্বৈরাচার । আজ বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সময় এসেছে ইনশা আল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সৎ যোগ্য ভালো মানুষের দেশ। কর্মী সম্মেলন শেষে ইসলামি সংস্কৃতির সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন কবির বিন সামাদ, সাইমুম শিল্পীগোষ্ঠী, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন পটুয়াখালী জেলা ছাত্রশিবির। ###