গৌরনদী পৌরসভার উপনির্বাচনে জগ মার্কার মেয়র প্রার্থী মফিজুর রহমান মিলন মিয়ার পোলিং এজেন্টের উপর আতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত যখন করেছে নবনির্বাচিত মেয়র আলাউদ্দিন ভূঁইয়ার ক্যাডার বাহিনী।
হামলায় গুরুতর আহত গৌরনদী পৌর আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী ও সংবাদকর্মী মোঃ নাছির উদ্দিন মিয়া গুরুতর আহত অবস্থায় আসো কাঠি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত নাছির উদ্দিন মিয়া এবং স্থানীয় সূত্রে জানা গেছে গত ২৬ জুন গৌরনদী পৌরসভার উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪ টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৎস বীজ খামার ভোটকেন্দ্রে ভোট গণনা শেষে মেয়র প্রার্থী মফিজুর রহমান মিলন মিয়ার পোলিং এজেন্ট মোঃ নাছির উদ্দিন মিয়া ওই কেন্দ্রের ভোটের ফলাফল শীট হাতে নিয়ে কেন্দ্রের বাহিরে বের হয়।
এ সময় পূর্বপরিকল্পিতভাবে নারিকেল গাছ মার্কার প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়ার ক্যাডার দুলাল হাওলাদার, নিজাম ভুঁইয়া, সাইদুল, তুহিন, কাউসার,জামাল বেপারী, সহ ১০/১২জনে মিলে নাছির উদ্দিন মিয়ার উপর হত্যার উদ্দেশ্যে আতর্কিত হামলা চালায়।
এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলে মুমূর্ষ নাছির উদ্দিন মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত আসো কাঠি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন নাছির উদ্দিন মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে বলেন, নবনির্বাচিত মেয়র আলাউদ্দিন ভূঁইয়ার নির্দেশে তার ক্যাডার বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর পরিকল্পিত হামলা করেছে।