ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতিবন্ধী, ছিন্নমুল,অসহায় ও দরিদ্র মানুষের পাশে এগিয়ে এসেছেন মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব নুরুল আমিন। ১০ এপ্রিল বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর নিজ গ্রামে চেয়ারম্যান বাড়ীতে ঈদ উপহার হিসাবে কয়েকশ মানুষের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুল আমিন বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক বরিশাল বার্তা পত্রিকার সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। আলহাজ্ব নুরুল আমিন পুরো রমজান মাস জুড়ে বরিশালে বিভিন্ন মানুষের মাঝে চিকিৎসা সহায়তা থেকে শুরু করে নানা ধরনের আর্থিক সহায়তা প্রদান করেন। সাহায্য সহযোগিতা প্রদানের প্রচার বিমুখ এই মানুষটি মিডিয়া কর্মীদের এড়িয়ে থাকতে চাইলেও মিডিয়া কর্মীরা তাকে এড়িয়ে থাকতে দেয়নি। ঈদের পূর্ব মুহূর্তে সাহায্য সহযোগিতা পেয়ে অসহায় মানুষগুলো খুশিতে আত্মহারা হয়ে চেহারায় আরেক ঈদের ছাপ ফেলেছে। যা ছিল এক ভালো লাগার মুহূর্ত।
অর্থ সহায়তা প্রদান শেষে আলহাজ্ব নুরুল আমিন প্রতিবেদককে বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এ আনন্দ অস্বচ্ছ মানুষের মাঝে ছড়িয়ে দিতে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও চেষ্টা অব্যাহত রেখেছি। সারা বছরই গরিব দুঃখী মানুষের জন্য সাধ্য অনুযায়ী আমার এ চেষ্টা অব্যাহত থাকবে -ইনশাআল্লাহ। এসময় সমাজের সকল বৃত্ত শীলদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহবান জানান তিনি।